আজকাল ওয়েবডেস্ক: যৌন নির্যাতনের ঘটনায় এবার তোলপাড় মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকা। বছর সাতেকের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ মধ্য চল্লিশের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পকশো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কালীপুজোর সন্ধেতে অভিযুক্ত ওই ব্যক্তি তারই প্রতিবেশী বছর সাতেকের ওই নাবালিকাকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানেই তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
ওই নাবালিকা কোনওক্রমে বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদেরকে গোটা বিষয়টি জানালে পরিবারের লোকেরা এলাকার মোড়লদেরকে গোটা ঘটনাটি জানান। তবে গোটা বিষয়টি নিয়ে গ্রামে কেউ সালিশি সভা করতে রাজি না হওয়ায় শুক্রবার নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের লোকেরা ডোমকল থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে- ঘটনার পরেই অভিযুক্ত ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়। তবে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ডোমকল থানার পুলিশ তৎপরতার সাথে শুক্রবার রাতে তাকে হরিহরপাড়া থানা এলাকার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে।
