আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টি এবং তার সঙ্গে ফারাক্কা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া শুরু হওয়ায় মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গা দিয়ে গঙ্গা এবং পদ্মা নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে। বর্ষার শেষলগ্নে এসে ফের একবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলার একাধিক ব্লকে।
 
 এরই মধ্যে মালদা থেকে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসে  ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আটকে পড়া বেশ কিছু ছাত্র-ছাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মানবিক রূপ দেখাল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ।  জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফারাক্কা ব্যারেজের 'আপ স্ট্রিম'-এ জলের চাপ অত্যন্ত বেশি থাকায় ব্যারেজ কর্তৃপক্ষ বর্তমানে বেশিরভাগ গেট খুলে দিয়েছে। তার ফলে বিপুল পরিমাণ জলরাশি প্লাবিত করে দিচ্ছে সামশেরগঞ্জ থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে  একাধিক ফেরি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
 
 সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, বুধবার সামশেরগঞ্জের নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য জঙ্গিপুর কলেজে গিয়েছিলেন।পরীক্ষা দিয়ে তাঁরা যখন মালদা জেলার পাড়দেওনাপুরে নিজেদের গ্রামে ফেরার জন্য ধুলিয়ান ফেরি ঘাটের কাছে এসে উপস্থিত হন, তার আগেই প্রশাসনের নির্দেশে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। 
 
 জল কমার আশায় আতঁরা দীর্ঘক্ষণ নদীপাড়ে অপেক্ষা করেন। কিন্তু রাতের অন্ধকারে তারা বুঝতে পারেন  নদীর জলস্তর কমার পরিবর্তে তা ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে গভীর রাত হয়ে গেলেও ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরতে না পারায়  চিন্তিত অভিভাবকরা বারবার ফোন তাদের করতে শুরু করেন। এই খবর কানে যাওয়ার পরই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নির্দেশে তৎপর হন সামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। দ্রুত প্রশাসনের তরফ থেকে ধুলিয়ান ঘাটে আটকে থাকা ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যায় থানার গাড়ি। ঘাটে আটকে পড়া সমস্ত ছাত্রছাত্রীদেরকে থানার গাড়িতে নিরাপদে মালদাতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
 
 
 পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদে পরীক্ষা দিতে এসে বন্যার কারণে আটকে পড়া মালদা জেলার ছাত্র-ছাত্রীরা তারা বলেন- আগামী কয়েকদিনের মধ্যে আরও একাধিক পরীক্ষা রয়েছে। কিন্তু গঙ্গার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় বাকি পরীক্ষাগুলোর প্রস্তুতি কীভাবে নেবেন, চিন্তা তা নিয়েও।
