আজকাল ওয়েবডেস্ক : "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা" । ভাইদের দীর্ঘায়ু কামনা করে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মুর্শিদাবাদ শিশু কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার পালিত হল ভাইফোঁটা উৎসব।এদিন কেন্দ্রীয় সংশোধনাগারে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সংশোধনাগারের সুপার সহ বিভিন্ন আধিকারিকগণ। জেলা শিশু কল্যাণ সমিতির সদস্য নীলাঞ্জন পান্ডে জানান, সংশোধনাগারে থাকা মায়েদের সঙ্গে ৬ বছর বয়স পর্যন্ত শিশুরা থাকতে পারে। এদিন এইরকম ১৭ জন শিশু যাদের বয়স তিন মাস থেকে ছয় বছর পর্যন্ত তাদের ভাইফোঁটা দেওয়া হয়। সংশোধনাগারে এই ধরনের ভাইফোঁটার অনুষ্ঠান খুবই কম হয়। ভাইফোঁটা অনুষ্ঠানে শিশু কল্যাণ সমিতির সঙ্গে প্রধান সহযোগী ছিল স্টুডেন্টস হেলথ হোমের বহরমপুর শাখা।উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের সভাপতি, সহ সম্পাদিকা এবং সদস্যরা। হেলথ হোমের পক্ষ থেকে রং পেন্সিল, খাতা, মিষ্টি, চকোলেট এবং খেলনা সামগ্রী পেয়ে শিশুরা খুব খুশি হয়। কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি কয়েকজন মা জানান, এত ভাল একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা খুব খুশি। হেলথ হোমের সহ-সম্পাদিকা দেবারতি দেব চৌধুরী বলেন, এই প্রথম সংশোধনাগরে এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভাল লাগছে।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলের এক আধিকারিক বলেন, এই ধরনের অনুষ্ঠান শিশু এবং তাদের মায়েদের একঘেয়েমি দূর করে এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে সাহায্য করে।
