আজকাল ওয়েবডেস্ক: সহকর্মীর নাবালিকা সন্তানকে ধর্ষণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক সেনা জওয়ানকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ি জেলা আদালত। শনিবার এই আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই সাজা ঘোষণা করেছেন বলে জানান সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।
ঘটনা ঘটেছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষে। সেনা ক্যাম্পের কোয়ার্টারে থাকা ১৫ বছরের এক নাবালিকা রাস্তায় পড়ে গিয়ে আঘাত পায়। অভিযুক্ত জওয়ান ওষুধ দেওয়ার অছিলায় তাকে নিজের কোয়ার্টারে নিয়ে যায় এবং ভয় দেখিয়ে ধর্ষণ করে। এমনকী ঝুঁকি এড়াতে ওই জওয়ান তাকে গর্ভনিরোধক ওষুধও খাওয়ায়। কিন্তু কয়েকমাস পর থেকেই নাবালিকার শরীরে পরিবর্তন আসতে শুরু করে।
তাকে নিয়ে সেনা হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে তার গর্ভপাত করানো হয়। একইসঙ্গে হাসপাতালের তরফে বানারহাটের বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয় থানায়। মামলা ওঠে আদালতে। শুক্রবার অভিযুক্ত সেনা জওয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত।
শনিবার এই মামলার বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 'নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অপরাধী সাব্যস্ত হওয়া সেনা জওয়ানকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সেইসঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।' জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে।
