আজকাল ওয়েবডেস্ক: বারাসতে স্টেশন সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই মার্কেটের পরপর একাধিক দোকান। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির দমকলের একাধিক ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

 

সূত্রের খবর, বুধবার বেলার দিকে আগুন লাগে বারাসত স্টেশনের ১২নং রেলগেট সংলগ্ন মার্কেটে। পুড়ে ছাই কমপক্ষে ছ'টি কাপড়ের দোকান। হরিতলা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন। দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু দমকল পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের একাধিক কাপড়ের দোকান। 

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বারাসত-শিয়ালদহ শাখার স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের রেলের তারে শর্ট সার্কিট হয়। সেই আগুন ছিটকে হকার বাজারের কাপড়ের দোকানে এসে পড়ে। তাতেই আগুন লাগে। এরপর দ্রুত পরপর দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনায় কেউ আহত হননি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। 

 

দিন কয়েক আগেই শহরে একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে সল্টলেকের সেক্টর ফাইভে অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগে অ্যাক্রোপলিস মলেও। কালিকাপুরের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের জেরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।