লি: সামান্য পারিবারিক অশান্তি থেকেই বিপত্তি। উত্তেজিত স্বামীর ছুরির আঘাতে কান কাটল স্ত্রীর। পাল্টা স্ত্রীর আক্রমণে মাথা ফাটল স্বামীর। দেবী পক্ষের শুরুতেই মহালয়ার সকালে রক্তারক্তি উত্তরপাড়া শিবতলা স্ট্রিটে। 

 

আহত দম্পতি মাধুরী শর্মা ও বিনোদ কুমার শর্মা। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক গন্ডগোলের জেরেই এই ঘটনা। এই প্রসঙ্গে শর্মা পরিবারের মেয়ে জানিয়েছেন, বিনোদ ধুলাগড়ে কাজ করেন। মঙ্গলবার মহালয়ার জন্য অফিস ছুটি ছিল। তাই বাড়িতেই ছিলেন। গৃহিণী রান্না করছিলেন, 'হঠাৎ সামান্য বিষয় নিয়ে তাঁর বাবা-মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। উত্তেজিত হয়ে তাঁর বাবা ছুরি দিয়ে মায়ের কানে আঘাত করেন। পাল্টা ঘটি দিয়ে মা তাঁর বাবার মাথায় আঘাত করে। চিৎকার চেঁচামেচির শব্দে প্রতিবেশীরা সেখানে জড়ো হন।'

 

আহত, রক্তাক্ত মাধুরীকে উদ্ধার করে উত্তরপারা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরির আঘাতে কান কেটে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আহত বিনোদ কুমার বেশ কিছুক্ষণ ঘরের মেঝেতেই পড়েছিলেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বিনোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

 

ছবি পার্থ রাহা।