আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ  থানার জয়কৃষ্ণপুরে ইটভাটার পাশের মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুবোধ মন্ডল (৫২)। বাড়ি সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের রাণীপুর গ্রামে। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে সুবোধকে খুন করা হয়েছে। 


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'মৃত ব্যক্তির মানসিক সমস্যা ছিল। বিভিন্ন জায়গায় তিনি উদ্দেশ্য বিহীনভাবে ঘুরে বেড়াতেন। তাঁর দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে এই আঘাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।' 
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সুবোধ হঠাৎই বাড়ি থেকে  বেরিয়ে যান । এরপর সন্ধে গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে এলাকার লোকজন সুবোধের  দেহ ইটভাটার পাশে পড়ে থাকতে দেখেন । তাঁর দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, বলে পরিবারের লোকজনের দাবি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। 


মৃত ব্যক্তির আত্মীয়া বলেন, 'আমার দাদার সামান্য মানসিক সমস্যা ছিল। গতকাল সকালে কাউকে কিছু না জানিয়েই সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আমার বৌদি বিভিন্ন জায়গাতে দাদার জন্য খোঁজাখুঁজি করে।  আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। দাদার দেহে একাধিক আঘাত রয়েছে। আমাদের ধারণা কেউ বা কারা তাকে খুন করেছে। যারা আমার দাদাকে এভাবে নৃশংসভাবে মেরেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।'