আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে পর নদিয়া, রাজ্যে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নদিয়ায় কৃষ্ণনগরের সভা থেকে তিনি জানিয়ে দিলেন কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকার তার নিজের তহবিল থেকেই 'আবাস যোজনা'র ঘর তৈরি করে দেবে। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা না দিলেও রাজ্য সরকারের তহবিল থেকেই মানুষের জন্য ঘর তৈরি করা হবে।" উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার কোচবিহারের সভা থেকে মমতা জানিয়েছিলেন কেন্দ্র না দিলেও ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই দেবে।
এর আগেও একাধিকবার বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে সেই নির্বাচনে যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সরাসরি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে তা তৃণমূল নেত্রীর কথাতেই স্পষ্ট। এদিনের জনসভায় যোগ দেওয়ার আগে রাজ্যের অবকাঠামো উন্নয়ন প্রকল্প পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে ২০,০০০ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল এই উদ্বোধনে সামিল হয়েছিলেন রাজ্যের জেলায় জেলায় জেলা পরিষদ ও পুরসভাগুলি। এই উপলক্ষে এদিন উত্তর ২৪ পরগণায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসত ব্লক ১ সভাধিপতি হালিমা বিবি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিনের জনসভা থেকে এসআইআর নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে লোক এনে ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মমতার দাবি, "আমি থাকতে বাংলার একজন প্রকৃত ভোটারের নাম কাটতে দেব না।" তিনি জানিয়েছেন এসআইআর ফর্ম এখনও তিনি ফিল আপ করেননি। তাঁর কথায়, "আমি এই দেশের নাগরিক। সাতবারের সাংসদ, তিনবার মুখ্যমন্ত্রী। আমাকে প্রমাণ দিতে হবে!" মমতা বলেন, "বাংলার নাগরিকদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।"
এদিন মমতা অভিযোগ করেন, এআই ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। তাঁর কথায়, "বিজেপির এজেন্ট এআই দিয়ে ভুল প্রচার করছেন। আমার সঙ্গে সরাসরি কথা না বলে বিজেপির কথায় বিশ্বাস করবেন না।"
