আজকাল ওয়েবডেস্ক: বন্ধু বিনে প্রাণ বাঁচে না…, যেন সত্যি প্রমাণ করে গেলেন ওঁরা তিন জন। তিন বন্ধু, একই দুর্ঘটনা প্রাণ গেল তিনজনের।
সাবির আলম, বয়স ২৪, রমজান শেখ, বয়স ১৯ এবং সাদিকাতুল ইসলাম ষ, বয়স ২০। তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরে। সাবির পরিযায়ী শ্রমিক। কাজের খাতিরে গিয়েছিলেন কেরলে। ইদের ছুটিতে ফিরছিলেন ঘরে। তিন দিন আগেই ট্রেনে চাপেন।
রবিবার সকালে বাকি দু’ জন বাইকে করে ফরাক্কা স্টেশন থেকে বন্ধুকে আনতে গিয়েছিলেন। মনে মনে বুঝি কষে ফেলেছিলেন ইদের বাকি সব পরিকল্পনাও। কিন্তু দুর্ঘটনা বদলে দিল মুহূর্তে সবকিছু।
স্থানীয় সূত্রে খবর, বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কা হয় একটি লরির সঙ্গে। মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের ঘটনা। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘটনার জেরে ইদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
