আজকাল ওয়েবডেস্ক: নদী বা অন্য কোনও জলাশয়ে নয়। পরিবেশ রক্ষার বার্তা দিতে ছট পুজোর ভাসানের জন্য বাড়ির ছাদেই চৌবাচ্চা তৈরি করেছেন মালদার সুভাষ জয়সওয়াল। যেখানে রাখা হয়েছে নদীর জল। যা আনা হয়েছে ফারাক্কা থেকে। গত কয়েকবছর ধরে এভাবেই ছট পালন করছে মালদার এই পরিবারটি। কেন এই উদ্যোগ? মালদার এই পরিবারটি জানিয়েছে, ছটের মধ্যে দিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিতেই তাঁরা এই ব্যবস্থা করেছেন। এর সঙ্গে এই উৎসবের যে আমন্ত্রণপত্র তাঁরা তৈরি করেছেন সেখানেও দেওয়া হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা। অনুরোধ করা হয়েছে পরিবেশ বান্ধব ছট উৎসবের আয়োজন করতে। 

 

 

কর্মসূত্রে সুভাষ জয়সওয়ালের দুই মেয়েই থাকেন বাইরে। আবার তাঁদের উদ্যোগেই বাড়িতে হয়ে আসছে ছট উৎসবের আয়োজন। বাড়িতে এই আয়োজন শুরু হয়েছিল করোনার সময় থেকে। এর আগে মহানন্দা নদীতে গিয়ে তাঁরা এই উৎসবে সামিল হতেন। কিন্তু করোনার পর থেকে নদী দূষণ রোধের বার্তা দিতে এরপর তাঁরা বাড়িতেই আয়োজন করে আসছেন এই উৎসবের‌। এবছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। 

 

 

মালদার পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা নদী। ছট উপলক্ষে দুই পাড়ে হাজার হাজার মানুষ ছট উৎসব পালন করে থাকেন। পুজো উপলক্ষে নদীতে ফেলা হয় নানা ধরনের সামগ্রী। যার জেরে নদী নানাভাবে দূষিত হয়। পরিবারটির আর্জি, জীবজগৎ ও প্রাণী জগতকে বাঁচাতে এখনি নদী দূষণ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। এই বার্তা যাতে সকলের কাছে যায় সেজন্য নদীতে না গিয়ে বাড়ির ছাদে চৌবাচ্চায় ছট উৎসব পালন করে আসছে এই পরিবার। এর পাশাপাশি পুজোয় ব্যবহৃত সামগ্রী বাইরে না ফেলে সেগুলি দিয়ে জৈব সার তৈরি করেন তাঁরা। যা ব্যবহার করা হয় বাড়ির ফুল চাষে।