আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন এক শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বুধবার দুপুর আড়াটে নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের চণ্ডিগড়ী এলাকায়। দত্তপুকুর থানা এলাকার বাদুকাঞ্চন তলায় একটি বেসরকারি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় মধ্যমগ্রাম চত্বর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, পুলিশ বাহিনী।
কারখানায় বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের উদ্ধার করে বারাসাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক। দমকল সূত্রে খবর, কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন লেগে যায় কারখানার বয়লার চেম্বারে ও পাশের গোডাউনে। সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিন শ্রমিক। অগ্নিদগ্ধ হলেও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। কালীপুজোর ঠিক আগেরদিন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রামে।
