আজকাল ওয়েবডেস্ক: ধূসর মেঘ সরে নীল আকাশের দেখা মিলল অবশেষে। সকাল থেকে চড়া রোদ। তবে বেলায় আবারও আকাশের মুখভার হতে পারে। এই পরিস্থিতিতে আপাতত আগামী কিছুদিন চলবে। এর মাঝেই সাগরে ঘনাচ্ছে দুর্যোগ। যার জন্য মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা।
মৌসম ভবন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হবে। অন্যান্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত গোটা বাংলায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আজ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। এর ফলে পশ্চিমবঙ্গে ৩ সেপ্টেম্বর পর্যন্ত একটানা বৃষ্টি হবে। অন্যদিকে ওড়িশায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে ৩১ অগাস্ট পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। বৃহস্পতিবারের মধ্যে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
