আজকাল ওয়েবডেস্ক: প্রথা মেনে এবছরও নবমীতে নয় কুমারীর পুজো হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। দেবী এখানে অষ্টাদশভুজা। দুর্গার নয়টি রূপে কল্পনা করে ন'জন কুমারীকে সর্বমঙ্গলা মন্দিরে প্রতি বছর পুজো করা হয়। এই নয় কুমারীদের বয়স ১৩ বছরের মধ্যে। আর এই বয়সের তফাৎ অনুযায়ী এদিন 'উমা, মালিনী, কুজ্জিকা, সুভাগাসহ দেবীর নয় রূপে পূজিতা হলেন এই বালিকারা। যা দেখতে মন্দিরে ভিড় জমিয়েছিলেন বহু দর্শনার্থী। অন্যান্য জায়গায় অষ্টমীতে কুমারী পূজা হলেও এই মন্দিরে যেহেতু নবরাত্রির পুজো হয় তাই নবমীতেই এই মন্দিরে কুমারী পুজো হয়ে আসছে।‌ বর্ধমানের মহারাজা শ্রী কীর্তিচাঁদ এই মন্দির নির্মাণ করান। অষ্টাদশভুজা সিংহবাহিনী এই মূর্তিটি হল কষ্টিপাথরের। অনেক আগে মন্দিরে মহিষ ও পাঁঠা বলি হতে। এখন বলি বন্ধ। তবে দেবীর আরাধনা ঘিরে ভক্তদের আবেগ এখনও সেই আগের মতই রয়েছে।