আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের বিয়ার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত নাম কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং আবার ফিরে এল বাজারে। ডাচ ব্রিউয়িং জায়ান্ট হাইনিকেনের অংশীদারিত্বে পরিচালিত ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেড (ইউবিএল) এদিন ঘোষণা করল, দীর্ঘ বিরতির পর এই আইকনিক ব্র্যান্ড নতুন রূপে রাজ্যে রিলঞ্চ করা হচ্ছে।

কল্যাণী নদীর তীরে অবস্থিত দেশের প্রথম ব্রিউয়ারির নামে নামকরণ হওয়া এই বিয়ার একসময় প্রজন্মের পর প্রজন্মের কাছে বিশ্বস্ত নাম ছিল। বিশেষ করে পূর্ব ভারতে অনেকেরই প্রথম বিয়ার অভিজ্ঞতা জড়িয়ে আছে এই ব্র্যান্ডের সঙ্গে। এর বোল্ড ও স্ট্রং স্বাদ বিয়ারপ্রেমীদের কাছে আলাদা আবেদন সৃষ্টি করেছিল। এবার নতুন করে বাজারে আসায় পুরনো গ্রাহকদের পাশাপাশি তরুণ প্রজন্মও এই ঐতিহ্যের স্বাদ নিতে পারবে।

আরও পড়ুন: ঝকঝকে রোদ আর বেশিক্ষণ থাকবে না, কলকাতা সহ ১২ জেলা ভেসে যাবে তুমুল বৃষ্টিতে, আজও চরম সতর্কতা জারি

ইউবিএলের চিফ মার্কেটিং অফিসার বিক্রম বেহল বলেন, “কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং বাংলার বিয়ার সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অংশ। এর প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা শুধু ঐতিহ্যকে ফিরিয়ে আনছি না, বরং নতুন প্রজন্মকেও এর সঙ্গে যুক্ত করতে চাই। আমরা বিশ্বাস করি সাশ্রয়ী মূল্যে এই রিলঞ্চ রাজ্যে বৃহত্তর গ্রহণযোগ্যতা ও প্রবৃদ্ধি আনবে।”

আরও পড়ুন: দুপুরেই ঘনাবে আঁধার! আর কিছুক্ষণেই জেলায় জেলায় তুমুল বৃষ্টি, আবহাওয়ার রুদ্রমূর্তি নিয়ে আগেভাগেই সতর্কতা জারি

প্রথম ধাপে রাজ্যের শীর্ষ আউটলেটগুলিতে ৬৫০ মিলি বোতল পাওয়া যাবে। প্রতিটির দাম ধার্য হয়েছে ১৪০ টাকা, যা প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে সংস্থার আশা।

এদিকে, ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেডের শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শুক্রবার বিএসই-তে ইউবিএল শেয়ারের সর্বশেষ দাম দাঁড়ায় ১৭৭৬.৫৫ টাকা, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। দিনভর সর্বোচ্চ ১৮০১.৬০ টাকা এবং সর্বনিম্ন ১৭৭০.০০ টাকায় লেনদেন হয়। মোট ৪১০৩টি শেয়ার কেনাবেচায় অংশ নেয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৭৩.২২ লক্ষ টাকা।

শিল্প বিশেষজ্ঞদের মতে, এই রিলঞ্চ কেবল একটি ব্র্যান্ডের প্রত্যাবর্তন নয়, বরং পশ্চিমবঙ্গের বিয়ার মার্কেটে নতুন করে প্রতিযোগিতা তৈরি করবে। স্থানীয় ঐতিহ্য ও স্মৃতিকে কাজে লাগিয়ে ইউবিএল বাজার দখলে বাড়তি সুবিধা পেতে পারে বলেই মনে করা হচ্ছে।