মিল্টন সেন,হুগলি  : বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণ সাংসদ কল্যাণ ব্যানার্জির। হুগলির রিষড়ায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে প্রকাশ্যেই সাংসদ প্রশ্ন তুলেছেন, "কি এমন আন্দোলন ভাই পাঁচ কোটি টাকা তুলতে হল? আমরাও তো এত আন্দোলন করেছি এক টাকাও তো তুলতে হয়নি। তাহলে, ধরে নিতে হয় যা কিছু হল সব টাকা দিয়েই। বাঃ ভাই বাঃ। এতো মারাত্মক আন্দোলন। এর মধ্যেই পাঁচ কোটি টাকা তুলে ফেলেছেন।

 

তিনি আরও বলেন, কোনও দিন ক্ষমতায় এলে দেখা যাবে দেশটাকেই বেঁচে দিয়েছে। থ্রেট করছে কারা। থ্রেট কালচার করছে এরাই। আমি এখন বুঝতে পারছি। আগে ভাবতাম কেনও এত মানুষ চিকিৎসা করাতে বেঙ্গালুরু যায়। ভেলোর যায়।আসলে পশ্চিমবঙ্গের ডাক্তারদের কেউ ভরসা করেনা। যে সব ইন্টার্ন ফিনটার্ন আছেনা, যারা সব বসল। আসলে তারা কিছুই জানেনা। দিল্লির পরীক্ষায় বসলে পাশ করতে পারবে না।"

 

তৃণমূল সাংসদ আরও বলেন, "কারোর চোখ রাঙানি সহ্য করবেন না। বাস্তবে সিপিএম বলে কিছু নেই। আমরাও অনেক আন্দোলন করেছি। আন্দোলন করেছি বলেই আমরা ৩৪ বছরের সিপিএমকে ধূলিসাৎ করে দিতে পেরেছি। একটা পয়সাও কোথাও কোনদিন তুলতে হয়নি। তাহলে যা কিছু হল সব টাকার বদলে। টাকা দিয়ে সবকিছু হল। একটা আন্দোলনেই ৫ কোটি টাকা তুলে নিয়েছে। এরা যদি কোনদিন ক্ষমতায় আসে দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। সিপিএম এই ভাবেই চালাতো। সাধে কি মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে।"