আজকাল ওয়েবডেস্ক:মত্ত অবস্থায় মেয়েদের স্কুলে ঢুকে তান্ডব চার যুবকের। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের গড়বালিয়ায়।
ভয়ার্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তাঁদের হাতে ধরা পড়ে তিন যুবক। এক যুবক পালিয়ে যায়। খবর পেয়ে আসে পুলিশ। তারা এসে আটক করে অভিযুক্তদের।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
