আজকাল ওয়েবডেস্ক: পাথর গোডাউনে কাজ, কোনওরকমের ৩০০ টাকা দৈনিক পারিশ্রমিকের সংসার চালাতেন শ্রমিক। আর সেই শ্রমিকই হয়ে গেলেন রাতারাতি কোটিপতি। বড় ব্যবসা তৈরি করার স্বপ্ন দেখছেন শ্রমিক ইন্দ্রজিৎ ভোঁজ।

 

মিনাখাঁর আট পুকুর অঞ্চলের উচিলদহ গ্রামের ইন্দ্রজিৎ ভোঁজ কলকাতার একটি পাথর গোডাউনের কাজ করে ৩০০ টাকা পারিশ্রমিক পেয়ে কোনও রকমে সংসার চালাতেন। গত কয়েকদিন আগে তিনি বারাসাতের একটি লটারির দোকান থেকে কুড়িটি লটারির টিকিট কিনেছিলেন। তারপর তিনি জানতে পারেন সেই লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা পেয়েছেন। তাঁর লটারির টিকিট-এর নাম্বার ও প্রথম পুরস্কার-এর নাম্বার এক হয়ে যাওয়ার পর তিনি নিশ্চিত হন।

 

 কিন্তু, সমস্যার শুরু সেখানেই। আনন্দের পাশাপাশি তিনি নিরাপত্তার অভাব বোধ করেন। নিরাপত্তার জন্য তিনি খবর দেন হাড়োয়া থানার পুলিশে। খবর পাওয়ার পর পুলিশ তাঁর নিরাপত্তার ব্যবস্থা করে। যাতে তিনি ওই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পান তার ব্যবস্থাও করে পুলিশ।

এই প্রসঙ্গে  ইন্দ্রজিৎ ভোঁজ বলেন, 'খুব কষ্ট করে সংসার চালাচ্ছি। লটারিতে ১ কোটি টাকা পাবো কখনও স্বপ্নেও ভাবতে পারিনি। এখন এই টাকা দিয়ে একটা বাড়ি বানাবো। কিছু জমি কিনব, ব্যবসা করব। তবে কী ব্যবসা করব এখনও তা ভাবিনি। হাতে টাকা পাওয়ার পর ভাববো। পুলিশ আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করছে। '