আজকাল ওয়েবডেস্ক: বলা হত রূপচর্চা। তার আড়ালে যা হত প্রকাশ্যে আসতে ভিরমি খেলেন সবাই। বাইরে থেকে দেখা যেত আলো। শোনা যেত গানবাজনা৷ জানা গিয়েছে, স্পায়ের আড়ালে চলত দেহব্যবসা। জানা গিয়েছে অশোকনগরে এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই তদন্ত চলাকালীন বারাসাতের একটি আবাসনে তল্লাশি চালায় অশোকনগর থানার পুলিশ৷ পুরুষ ও মহিলা মিলে কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিশ৷ জানা গিয়েছে, স্পায়ের আড়ালে এই চক্র চালানোয় মূল অভিযুক্ত স্পায়ের ম্যানেজার ইসরাইল শেখ। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পিছনে আর কোনও বড় মাথা আছে কিনা তা তদন্তাধীন। উদ্ধার হওয়া যুবক-যুবতীদের বারাসাত থানার হাতে তুলে দেওয়া হয়। 

সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় এক পরিবারের তরফে তাঁদের মেয়ে নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ পৌঁছয় বারাসাত পর্যন্ত৷ সেখানে এক আবাসন থেকে উদ্ধার করে।

বারাসাতের কাজিপাড়া এলাকায়, রিজেন্ট গার্মেন্ট নামে একটি কারখানা আছে। সেখানেই রয়েছে একটি স্পা পার্লার।   পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা জানায়, সে বারাসাতের ওই এলাকার ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বারাসাতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্পা-তে মহিলা পুরুষদের আনাগোনা লেগেই থাকত। আবার স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল৷ তাঁদের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি ছিল৷ এমনকী জানা গিয়েছে কখনও কখনও দরজার সামনে থেকে ফিরে এসছেন অনেকে। এলাকাবাসীর অভিযোগ, ওই স্পায়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ দেহব্যবসা চলেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় পার্লারের ভিতরে মালিকসহ ১১ জন মহিলা ও ৪ জন পুরুষ উপস্থিত ছিল। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ভিতরে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলছিল। তদন্তে জানা গিয়েছে, এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজিপাড়া, হাবরা ও অশোকনগরসহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে আসত। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।