আজকাল ওয়েবডেস্ক: সকাল-সন্ধেয় উত্তুরে হাওয়ার দাপটে বাংলা জুড়ে শীতের কামড় আরও স্পষ্ট। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাড়ল আরও ঠান্ডা। হু-হু করে নামছে পারদ। জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে জেলায় জেলায়। সপ্তাহান্তে আরও বাড়বে কনকনে ঠান্ডার আমেজ। তাপমাত্রার পারদ নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। গত দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা আরও দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মাঝ ডিসেম্বরে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ অনুভূত হবে। 

শীতের দাপট বাড়লেই রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া। আপাতত বাংলার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের ছ'টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দু'টি অংশে ঘন কুয়াশা থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গের কোথাও সতর্কতা জারি করা হয়নি।