আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ডানা'র রেশ কাটতেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলার দু এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।

 

 হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ার শুরু। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়াই থাকবে। পার্বত্য এলাকার দুই এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।