আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগ পিছু ছাড়ছে না। উৎসবের আবহে একনাগাড়ে বৃষ্টি চলছেই। লক্ষ্মীপুজোতেও তা অব্যাহত। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখভার। কোথাও ভোর থেকে তুমুল বৃষ্টি, কোথাও বা একটানা ঝিরিঝিরি বৃষ্টি। পুজোর দিনেও যা ঘিরে ভোগান্তিতে আপামর রাজ্যবাসী।
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সকালে আরও শক্তি বাড়িয়ে কেরলের কাছে স্থলভাগে প্রবেশ করবে এটি। গভীর নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোথাও ভারি বৃষ্টিপাত হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
যদিও রবিবার থেকে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে ফিরবে শুষ্ক আবহাওয়ার মরশুম। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টিপাত কোথাও হবে না।
