আজকাল ওয়েবডেস্ক:  ‘এবারে শীত জাঁকিয়ে পড়ল না আর’, একটু এদিক ওদিক কান পাতলেই শোনা যাচ্ছে একথা। যাঁরা শীত পছন্দ করেন না খুব একটা, তাঁরাও একপ্রকার হতাশ। আর শীতপ্রেমীদের তো শেষ নেই দুঃখের। মাঘের শীতে হাড় কাঁপার আগেই গরম পড়ছে যেন। 

এবারে জাঁকিয়ে শীত না পড়ার অন্যতম কারণ, ঝঞ্ঝা। গত কয়েকমাসে  বারবার পশ্চিমী ঝঞ্ঝার আগমণেই একপ্রকার ঝঞ্ঝায় শীত। জাঁকিয়ে পড়ার মুখেই বাধা পেয়েছে ক্রমাগত। ফলে মাঘ মাসেই জেলায় জেলায় বাড়ছে পারদ, সঙ্গে গরম আবহাওয়া। 

পশ্চিমি ঝঞ্ঝার জেরে সপ্তাহের মাঝামাঝি থেকে আরও বাড়বে গরম। ঠান্ডার আমেজ বিন্দুমাত্র পাওয়া যাবে না। এর মাঝেও ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়,  তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।  তবে আপাতত দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী তিনদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কিছুটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।