আজকাল ওয়েবডেস্ক: ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর এমনকী ১ জানুয়ারিও হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করেছে বঙ্গবাসী। কিন্তু আচমকাই সেই ঠান্ডা যেন উধাও। শুক্রবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ধারা শনিবারও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে স্বস্তির খবর একটাই, শনিবারের পর আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা বাড়ার আশঙ্কা তেমন একটা নেই। বরং তা এক জায়গায় স্থির থাকবে। তবে এটা ঘটনা, এখনও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভালই ঠান্ডা রয়েছে। তবে ঠিক যতটা শীত কয়েক দিন আগে অনুভূত হয়েছে, সেটা এখন আর নেই।
যদিও হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই ফের জাঁকিয়ে শীত পড়বে। মঙ্গলবার থেকেই আবার নতুন করে তাপমাত্রা নামতে পারে বঙ্গে। এটা ঘটনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটা একবারেই বদলায়নি। সেখানে কনকনে ঠান্ডাই রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আগামী সপ্তাহে সেখানকার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই হাওয়া অফিসের অনুমান।
দক্ষিণের জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপটও। বেলা বাড়লে রোদের দেখা মিলছে। আকাশ হচ্ছে পরিস্কার। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার দাপট থাকবে। বিশেষত, ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাবে। সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরের সর্বত্র ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দার্জিলিঙে শনিবার এবং রবিবার হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শুরুর দিন থেকে তাপমাত্রা খানিকটা বৃদ্ধির প্রধান কারণ হল লা নিনা। উত্তরে হিমালয়ের শীতল বাতাস আসতে বাধা পাচ্ছে। সেখানে স্থান নিচ্ছে মহাসাগরের গরম বাতাস। সেটাই তাপমাত্রা বাড়ার প্রধান কারণ। পশ্চিমের বাতাসের জোর যত বাড়ছে ততই কমছে উত্তুরে হাওয়া। যদিও হাওয়া অফিসের দাবি, ফের শীতের পরশ ফিরতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই। তখন ফের একবার শীতের ঝোড়ো ইনিংস দেখা যাবে।
জানা গেছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এর আগে শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রির বেশি ওঠেনি।
