আজকাল ওয়েবডেস্ক: বাংলা জুড়ে বর্ষার প্রভাবে গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। শনিবার হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় উত্তর-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপের কেন্দ্রের উপর দিয়ে ফতেহগড়, মুজফ্ফরপুর, বাঁকুড়া, কন্টাই হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়েছে। জানানো হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় উত্তর বিহারের মধ্যভাগ থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরেকটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং জলীয়বাষ্পের প্রবল প্রবাহ থাকায় আগামী ১৯ থেকে ২২ জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে, আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৪ জুলাই পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ২৩ ও ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত। বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের প্রভাব কমেছে বঙ্গে। তার জেরেই কমেছিল বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এটা ঘটনা বুধবার সন্ধে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল। আর বৃহস্পতিবার সকাল থেকে ধূসর মেঘের দল সরে যায় আকাশ থেকে। গত টানা কয়েকদিন পর ফের বৃহস্পতিবার দেখা মেলে ঝকঝকে রোদের। কিন্তু ফের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি বাংলা জুড়ে।
