আজকাল ওয়েবডেস্ক: সমুদ্রতলের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে গিয়েছে নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের ওপর সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে চুরু, আয়ানগর, শাহজাহানপুর, লখনউ, পাটনা, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্বদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি। যে কারণে আগামী ২৪ জুলাইয়ের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ু প্রবাহ এবং প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২০ থেকে ২২ জুলাই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস রবিবার উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মালদা ছাড়া এদিন রাজ্যের বাকি সব জেলায় হলুদ সতর্কতা জারি।
অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই। আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী সপ্তাহেও রাজ্যের জেলায় জেলায় টানা দুর্যোগ চলবে। ২১ জুলাই উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। ২২ জুয়ালি হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ২৩ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশপরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। ২৪ জুলাই দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনায় ২৪ জুলাই জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী ২৫ জুলাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ এবং কমলা সতর্কতা। দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কমলা সতর্কতা। ২৫ জুলাই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও জারি হলুদ সতর্কতা। ২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা। ২২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।
