আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ। চড়া রোদে ভ্যাপসা গরম ফিরলেও, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের ঘনঘটা। সোমবার থেকে একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে আবারও ফুঁসবে সাগর। যার জন্য মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ ঘণীভূত হয়েছে। সোমবারের মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আবারও উত্তাল থাকবে সমুদ্র। রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত মৎস্যজীবীদের সাগর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। গভীর নিম্নচাপের কারণে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ও রবিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হবে অধিকাংশ জেলাতেই। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জল জমে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ, দুর্ভোগ জারিই থাকবে। কমবে তাপমাত্রার পারদ।
