আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নেই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহও ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। বর্তমানে নিম্নচাপ রাজ্য থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। তারপরও বৃষ্টি থেকে রেহাই নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আজ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। জেলায় জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
মৌসম ভবন সূত্রে খবর, গভীর নিম্নচাপ আরও শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি মধ্য ওড়িশা হয়ে উত্তর ছত্তিশগড়ের উপর রয়েছে। নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলাতে বৃষ্টির দাপট বাড়তে পারে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামিকাল, শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারি বৃষ্টি হবে। ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন'টি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। শনিবার আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে।
রবিবার পর্যন্ত বৃষ্টি হলেও, ওইদিন থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের জেলায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
