আজকাল ওয়েবডেস্ক: মাস পেরোলেই উৎসবের মরশুম শুরু। এদিকে চলতি মাসের শেষেও দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে। গত সপ্তাহের বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি একাধিক জেলায়। হাজার হাজার মানুষ ঘরছাড়া। এই পরিস্থিতিতে সোমবার থেকে আবারও দুর্যোগ, দুর্ভোগ বাড়তে চলেছে। নিম্নচাপের জেরে জেলায় জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হবে। সোমবারেই এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের দশটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার রয়েছে। এইজেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে একাধিক জেলায়। সোমবার থেকে বুধবারের মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বুধবার বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
বর্তমানে হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই পরিস্থিতিতে বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে আরও বৃষ্টি হলে, তাতে আরও ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের।
