আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগের হাত থেকে নেই রেহাই। আবারও কালো মেঘে ঢাকল বাংলার আকাশ। একটানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। টানা বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নিম্নচাপ সরতে না সরতেই, বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের চোখ রাঙানি। তার জেরেই বিশেষত দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়।
আরও পড়ুন: সোনার দামে ফের চমক! আজ খাঁটি সোনার দর কলকাতায় সবচেয়ে কম?
এর পাশাপাশি সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। একটানা বৃষ্টিতে ভোগান্তির সম্ভাবনাও রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নীচু এলাকাগুলি আবারও জলমগ্ন হতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ থেকে আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। আজ, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
আগামিকাল, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বুধবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহান্তে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত একটানা বৃষ্টির কবলে ছিল গোটা বাংলা। একাধিক জেলায় চরম ভোগান্তির চিত্র প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহান্তে রোদের দেখা পাওয়া গিয়েছিল। দু'দিন যেতে না যেতেই আবারও দুর্যোগের শুরু। রবিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। কর্মব্যস্ত দিনে সকাল থেকে বৃষ্টির জেরে ভোগান্তি অফিস যাত্রীদের।
