আজকাল ওয়েবডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রার পারদ।

কিন্তু সকলকে চমকে দিয়ে এই পূর্বাভাসের ২৪ ঘণ্টার মধ্যেই আমূল বদলে গেল রাজ্যের দক্ষিণবঙ্গে তরতরিয়ে নেমে গেল তাপমাত্রার পারদ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নভেম্বরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করেছে শীতের দাপট। এমনকী, চলতি সপ্তাহে একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

চলতি সপ্তাহের শনিবারের মধ্যে তাপমাত্রার পারদ ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসে।

ডিসেম্বরের মাঝামাঝি হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সপ্তাহান্তে আরও বেশি ঠান্ডা অনুভূত হবে। বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল রাজ্যের প্রতিটি জেলা।

রাতের দিকেও খানিকটা কুয়াশা থাকবে। বেলা বাড়লে ঝলমলে রোদের দেখা মিলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ভোরে ছিল ঘন কুয়াশা।

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ১৫ ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে ঠান্ডা রয়েছে।

সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামতে পারে।হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহে পারদ তো নামবেই, সঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। অর্থাৎ বঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও কুয়াশা দেখা যাবে।

শুক্রবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। রাতের দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা শহরজুড়ে। এদিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।