আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি কাটিয়ে সবে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে উত্তরবঙ্গ। এরই মধ্যে ফের পাহাড়ে জারি করা হয়েছে বৃষ্টির লাল সতর্কতা। তাই পাহাড়জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দার্জিলিং ও জোরবাংলো সুখিয়াপোখরি এলাকায় জারি হল আগাম সতর্কতা।

এর জেরে সান্দাকফু ও সংলগ্ন পর্যটন অঞ্চল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বৃহস্পতিবার জোরবাংলো সুখিয়াপোখরি ডেভেলপমেন্ট ব্লকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, দার্জিলিং ও সুখিয়াপোখরি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পাহাড়ি রাস্তায় ধস নেমে যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রবল। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত সমস্ত পর্যটক গাড়ির চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া সান্দাকফু অঞ্চলে ট্রেকিং এবং দর্শনীয় স্থান পরিদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে পর্যটক ও চালকদের সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

পাহাড়ে অনিশ্চিত আবহাওয়ার পরিস্থিতিতে নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, ‘পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের এই পদক্ষেপ একেবারে সঠিক। আমরাও আমাদের তরফে পর্যটকদের সতর্ক করছি ও নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের বিরাট ঘোষণা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে AI, কোন শ্রেণী থেকে পড়তে হবে জানেন?

এদিন রাজ্য প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, দার্জিলিং ও জোরবঙ্গলো সুখিয়াপোখরি ডেভেলপমেন্ট ব্লকের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে (রেড অ্যালার্ট)।

এই মুহূর্তে বৃষ্টিপাতের ঝুঁকি ও রাস্তা অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে নির্দেশ দেওয়া হয়েছে যে, মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত কোনও পর্যটক যানবাহন বা ট্রেকিং কার্যক্রম চালু রাখা যাবে না।

সান্দাকফু এলাকার সমস্ত ধরনের ট্রেকিং ও ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কোনও পর্যটকের অনুরোধ বা বিশেষ অনুমতির ভিত্তিতেও এই নিষেধাজ্ঞার কোনও ব্যতিক্রম করা হবে না। এই নির্দেশ পর্যটক ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে জারি করা হয়েছে।

পাহাড়ি এলাকায় আবহাওয়ার অনিশ্চয়তা উপেক্ষা করা কোনওভাবেই সম্ভব নয়। পাশাপাশি, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র পক্ষ থেকেও আলাদা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেখানে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ফলে জিটিএ-র পর্যটন দপ্তরের অধীনে থাকা সমস্ত পার্ক ও উদ্যান, এবং রাফটিং, প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং সহ সব ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। জানা গিয়েছে, যে সমস্ত পর্যটকরা সেখানে বর্তমানে রয়েছেন তাদের অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: গণধর্ষণের শিকার দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া, মামলায় চার্জশিট জমা পুলিশের