আজকাল ওয়েবডেস্ক মার্চের শেষলগ্নে খামখেয়ালি আবহাওয়া বাংলা জুড়ে। একভাগে দুর্যোগের ঘনঘটা, অন্যদিকে চড়া রোদে চরম অস্বস্তি। যদিও বাংলা জুড়েই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তার মাঝে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। রয়েছে তীব্র গরমের সতর্কতাও। কোন কোন জেলায়? রইল বড় আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে আরও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
আগামী সাতদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপপ্রবাহের পরিস্থিতি ফিরতে চলেছে। আগামিকাল, শুক্রবার মূলত পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তীব্র গরম অনুভূত হবে এবং তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। অন্যান্য জেলায় গলদঘর্ম দশা থাকলেও, আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এখনও দুর্যোগের ঘনঘটা অব্যাহত। আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, আগামিকাল থেকে টানা দু'দিন দুর্যোগের আশঙ্কা দুই জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
