আজকাল ওয়েবডেস্ক: নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে-ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তাঁর স্বামীকে খোঁজার চেষ্টা করছেন পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকার পিঙ্কি ঘোষ। ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন গৃহবধূ পিঙ্কি। তবে পুলিশ ঠিক মতো তাঁকে সহযোগিতা করছে না বলে অভিযোগ গৃহবধূর। 

জানা গিয়েছে, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তাঁর স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৪ নভেম্বর পেশায় লরিচালক সুভাষ ঘোষ নিত্যদিনের মতোই কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ওই রাতেই তাঁর স্ত্রী'কে ফোন করে জানান, তিনি আটকা পড়ে গেছেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ বন্ধ রয়েছে। 

গত ২৫ নভেম্বর কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন পিঙ্কি। কিন্তু কালনা থানার পুলিশ তাঁকে ঠিক মতো সাহায্য করছে না বলে জানিয়েছেন তিনি। শনিবার বাধ্য তাঁর স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে বাজারে স্বামীর খোঁজ করছেন গৃহবধূ। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানান, মিসিং ডায়েরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে পুলিশ সব দিক খতিয়েই এগোচ্ছে।