আজকাল ওয়েবডেস্ক: সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার নতুন পদ্ধতিতে শুরু হয়েছে৷ পদ্ধতি বদলের জেরে নিয়ম পরিবর্তনের অনিবার্যতা মেনে পরীক্ষায় তৃতীয় সেমিস্টার ও ফাইনাল সেমিস্টারে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রশ্ন পড়ার জন্য বাড়তি সময় পাবে৷ তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনের গ্রীন সিগন্যাল মিললেই। বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে৷ 

এ বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১ টা থেকে সওয়া দুটো পর্যন্ত। আগের পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে এই পরীক্ষাসূচি জানিয়েছে। চূড়ান্ত সেমিস্টারে প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। ৯ টা ৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে৷ যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।" 

অন্যদিকে, প্রশ্নপত্র পড়ার বদলে পরীক্ষায় লেখার সময়সীমা বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের। সম্প্রতি তৃতীয় সেমিস্টার শেষ হয়েছে। এই পরীক্ষায় বেশ কিছু বিষয়ে সময়ের অভাব নিয়ে অভিযোগ তুলেছিল পরীক্ষার্থীরা৷ ইকোনমিক্স, কেমিস্ট্রি,  ম্যাথ পরীক্ষায় নাজেহাল হয়েছে পড়ুয়ারা৷ দাবি উঠেছিলো অতিরিক্ত সময় দিতে হবে৷ এই পরিস্থিতিতে লেখার সময় না বাড়িয়ে প্রশ্নপত্র পাঠে সময় দেওয়া নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করে পড়ুয়া ও শিক্ষক মহল। 

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার নিয়ে বিজ্ঞপ্তি জারি৷ নতুন নিয়ম। পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবে, সেখানে পরীক্ষক বা ইনিভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, পাশাপাশি উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনও লুজ শিট দেওয়া হবেনা বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ৷ অর্থাৎ পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবে, সেই পাতার একেবারে নিচে ইনিভিজিলেটর সই করবেন। প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, " এ বছর নতুন নিয়ম চালু হচ্ছে৷ যাকে বলা হয় 'এন্ড অফ লাইন'। ইনভিজিলেটর- এর সই যেখানে আছে, এর অর্থ এরপর আর কোনও লেখা নেই৷ আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ। "