আজকাল ওয়েবডেস্ক: পুজোর মুখে ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলায়। বুধবার 'ম্যান মেড' বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কারণ বৃহস্পতিবার সকালেও আবার জল ছেড়েছে ডিভিসি। একনাগাড়ে বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুর। প্লাবিত শতাধিক গ্রাম। 

 

স্থানীয় সূত্রে খবর, সবমিলিয়ে দশটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। এই পঞ্চায়েতগুলির মধ্যে ১১২টি গ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যার কবলে হাজার হাজার গ্রামবাসী। এই পর্যন্ত ৪০ হাজার গ্রামবাসী গৃহহীন। তাঁদের উদ্ধার করে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যা কবলিত গ্রাম থেকে বাসিন্দাদের উদ্ধার করে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হচ্ছে। এখনও পর্যন্ত দুই হাজার বাসিন্দা ফ্লাড সেন্টারে ঠাঁই পেয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

এদিকে গত সপ্তাহে একটানা অতি ভারি বৃষ্টিপাত এবং ডিভিসির জল ছাড়ার কারণে হাওড়া ছাড়াও হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বৃহস্পতিবারও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানিয়েছে ডিভিসি। নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি না হলেও, ডিভিসি থেকে জল ছাড়ার কারণে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।