আজকাল ওয়েবডেস্ক:  বৃহস্পতিবার পান্ডুয়ার  তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় "জননী আলয়" এর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ২০২৩ -২৪  অর্থ বর্ষের পঞ্চদশ অর্থকমিশনের ৭ লক্ষ ৩৯ হাজার ৯৮১ টাকা ব্যয়ে এই 'জননী আলয়' তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই জননী আলয় তৈরি করেছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত। 

জানা গিয়েছে, সেখানে কোনও মায়েরা বাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে যদি কোনও সমস্যায় পড়ে জননী আলয়ে গিয়ে তাঁরা বিশ্রাম নিতে পারবেন। খবর অনুযায়ী, সেখানে শিশুদের কথা মাথায় রেখে বিভিন্ন রকম খেলার সামগ্রী ও আরও নানা সামগ্রী রাখা রয়েছে। এমনকি এখানে দেওয়ালে ছবি, ছড়া ইত্যাদি লেখা আছে। সেই ঘরের ফিতে কেটে উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি হাতে ফুটবল ও খেলার সামগ্রী তুলে নেন। স্লোগান দেন জয় বাংলা, খেলা হবে।

রচনা বলেন, এটা দারুণ একটা প্রয়াস। যেখানে মায়েরা তাঁদের বাচ্চাদের নিয়ে বসতে পারবেন। সকলের মিলিত প্রচেষ্টায় এই কাজ করা হয়েছে। আগামী দিনে এই জায়গাটাকে যেন আরও ভালো করে সাজিয়ে তোলা হয় সেটাও আমরা দেখব।মহিলাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় রয়েছেন।

বাচ্চাদের সরঞ্জাম নিয়ে খেলা প্রসঙ্গে রচনা বলেন, 'এখানে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে। এখানে আমার ছোটবেলা এবং আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ল। এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। এদের খেলা দেখে মনে পড়ছিল মন এখনও শিশু সুলভ রয়েছে।'

'জননী আলয়ের' পাশাপাশি এদিন তেলিপাড়া সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন সাংসদ। সেখানে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস, বিধায়ক রত্না দে নাগ পান্ডুয়ার বিএমওএইচ (BMOH) ডক্টর মঞ্জুর আলম সহ আরও অন্যান্য বিশিষ্টরা।

প্রসঙ্গত, চলতি বছরে পায়রা উড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। রবিবার চুঁচুড়ার রবীন্দ্রনগর সূর্য সেন মেমোরিয়াল স্কুলে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আরও অনেকে।

কলকাতার এক বেসরকারি প্যাথলজি ল্যাবের সহযোগিতায় কোনও এক রবিবার এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় বহু মানুষ এদিন আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা থেকে সুগার, প্রেশার ইত্যাদি পরীক্ষা করান। হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানান, তাঁর এলাকার সব বিধানসভাতেই এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে।

আরও পড়ুনঃ স্বামীর খুনের অভিযোগে প্রাক্তন রসায়ন অধ্যাপিকার যাবজ্জীবন কারাদণ্ড, হাইকোর্টে নিজেই লড়লেন মামলা 

ধনিয়াখালিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চুঁচুড়ায়, অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তাঁর উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। তাছাড়া, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আয়োজিত শিবিরের মাধ্যমে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।

আরও পড়ুনঃ হাড়হিম পরিণতি যুবকের! অভিনেত্রীর গাড়ি পিষে দিল একুশ বছরের ছাত্রকে, আসামের নারকীয় ঘটনায় স্তব্ধ গোটা দেশ ...

 

ছবিঃ পার্থ রাহা