মিল্টন সেন: প্রবল বেগে ধেয়ে আশছে ঘূর্ণিঝড় ডানা। রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই নামানো হয়েছে এনডিআরএফ। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এবার চুঁচুড়ায় হ্যাম রেডিওর উদ্যোগে একটি কৃত্রিম রেডিও স্টেশন তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ডানার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে পারে। মাঝরাতে ল্যান্ডফলের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়,।

 

সেই সময় হ্যাম রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ স্থাপন, ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সামগ্রী, যেমন ওষুধ ও পথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হ্যাম রেডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই ঝড়ের কথআ মাথায় রেখে চুঁচুড়ার কনকশালী এলাকার বাসিন্দা সৌরভ গোস্বামী তাঁর বাড়িতে একটি মিনি রেডিও স্টেশন স্থাপন করেছেন। এই স্টেশন ব্যবহার করে তিনি হ্যাম কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছেন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

 

প্রশাসনের প্রয়োজনে হ্যাম রেডিও সদস্যরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন এবং পোর্টেবল রেডিও স্টেশন ব্যবহার করে জরুরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম। সৌরভ জানিয়েছেন, তিনি হ্যাম রেডিওর মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ে সাধারণত যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। কিন্তু হ্যাম রেডিও দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। বর্তমানে, হ্যাম রেডিও সদস্যরা দেশ এবং বিশ্বজুড়ে প্রস্তুত রয়েছেন সহযোগিতার জন্য।

 

ছবি: পার্থ রাহা