অতীশ সেন, ডুয়ার্স: রেতির জঙ্গল থেকে বেড়িয়ে মোরাঘাট জঙ্গলে যাওয়ার পথে বাধা। দিনের আলো ফোটায় মোরাঘাট হিন্দি কলেজ সংলগ্ন পরিত্যক্ত এয়ারফিল্ড এর জঙ্গলে আটকে গেল হাতির দল। জানা গিয়েছে বুধবার ভোরে দশটি হাতির এই দলটি আলিপুরদুয়ার জেলার বীরপড়ার বান্দাপানির জঙ্গল হয়ে রেতির জঙ্গল পেরিয়ে মোরাঘাট জঙ্গলের দিকে যাচ্ছিল। দলে বেশ কয়েকটি শাবক থাকায় দলটির গতি কমে যাওয়ায় দিনের বেলা দলটি এয়ারফিল্ড এর জঙ্গলে আটকে যায়।

 

 সারাদিন শাবক নিয়ে হাতিগুলি সেখানেই অপেক্ষা করে। জায়গাটির একদিকে ১৭ নম্বর জাতীয় সড়ক এবং অন্য দিকে মোরাঘাট-গয়েরকাটা রাজ্য সড়ক। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড এবং বানারহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা সারাদিন দলটিকে পাহারা দিয়ে রাখে। সন্ধে নাগাদ রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে বনকর্মীরা দলটিকে তাড়িয়ে মোরাঘাট জঙ্গলে পাঠিয়ে দেয়।