আজকাল ওয়েবডেস্ক : প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমুলতলা এলাকায়। ঘটনায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীর পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করেছেন। ‌  অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‌ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই কিশোরী শিমুলতলা এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে প্রাইভেট টিউশন পড়ে ফিরছিল। পথে প্রতিবেশী যুবক সুজিত পাল ওরফে বাবুসোনা তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায়। অভিযোগ, ফাঁকা একটি বাড়িতে নিয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে বাবুসোনা তাকে ধর্ষণ করে। ‌বাড়ি ফিরে নির্যাতিতা কিশোরী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা তা দেখে ফেলেন। তখন ওই কিশোরী তাঁদের কাছে সব কথা খুলে বলে। নির্যাতিতা কিশোরীর পরিবার রাতেই বাবুসোনার বিরুদ্ধে গাইঘাটা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে।‌

 

নির্যাতিতার পরিবারের লোকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাবুসোনা তাকে উত্তপ্ত করছিল। ‌স্কুলে যাওয়া-আসার পথে সে প্রায়ই তাকে লক্ষ্য করে অশ্লীল কথা বলত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‌অভিযুক্ত বাবুসোনা বিবাহিত। ‌বাড়িতে স্ত্রী রয়েছে। ‌তারপরও সে ওই কিশোরীকে উত্তপ্ত করত। শনিবার ওই কিশোরী শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার সময় থেকে বাবুসোনা রাস্তার পাশে ওত পেতে ছিল। অবশেষে বাড়ি ফেরার সময় সে তাকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করতে পাঠিয়েছে। 

 

থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বাবুসোনা এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে তাকে গ্রেপ্তার করেছে। ‌স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাবুসোনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।