আজকাল ওয়েবডেস্ক:‌ বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় দুর্ঘটনা। প্রাণ গেল দুই শ্রমিকের। আশঙ্কাজনক আরও এক শ্রমিক। 


শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বেলঘরিয়ায় শালপাতা বাগান এলাকায় একটি কেমিক্যাল কারখানায়। পুলিশ জানিয়েছে, ২০–২৫ বছরের পুরনো এই কারখানা। এই কারখানায় পুরনো জিনিস নিকেল করা হয়। পুলিশের অনুমান ওই নিকেলের রাসায়নিক থেকেই ঘটেছে এই দুর্ঘটনা। মৃতদের নাম রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫)। গুরুতর অসুস্থ গোবিন্দ নন্দী (‌৬০)‌ নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে অন্যান্য দিনের মতো শুক্রবার কেমিক্যাল কারখানায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। তখনই কয়েক বছরের পুরনো একটি ড্রামে থাকা কেমিক্যাল নিষ্কাশন করে পরিষ্কার করার নির্দেশ দেয় কারখানা কর্তৃপক্ষ। সেই কাজ করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। পুলিশের অনুমান, ড্রামে থাকা পুরনো কেমিক্যাল ফেলতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 


এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দারা। যদিও পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ–সহ দমকলের একটি ইঞ্জিন। কারখানাটি আপাতত সিল করে দেওয়া হয়েছে।