আজকাল ওয়েবডেস্ক: আবারও সীমান্তে উত্তেজনা মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা এলাকায়। বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। মৃত ব্যক্তির নাম সবুজ হাসান (৩২) বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকায়। ঘটনার পর থেকেই গোটা চেনাকাটা সীমান্তজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে চেনাকাটা সীমান্ত এলাকায় টহল চালানোর সময় বেশ কয়েকজন দুষ্কৃতীকে সীমান্তের কাঁটাতার টপকে ভারতের দিকে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় জওয়ানরা তাদের থামতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে দুষ্কৃতীদের দলটি  গরু পাচারের উদ্দেশ্যে দ্রুত এগিয়ে আসে বলে অভিযোগ। সীমান্তরক্ষীরা বাধা দিলে তারা উল্টো জওয়ানদের উপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। সেই গুলিতেই সবুজ হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্য পাচারকারীরা অন্ধকারের সুযোগে বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে যায় বলে জানা যায়। 

আহত সবুজকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিএসএফ মৃতদেহটি মাথাভাঙা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে। মৃত ব্যক্তি কোন্ পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর সঙ্গে থাকা অন্যান্যরা কারা  তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। চেনাকাটা সীমান্ত এলাকায় বারবার পাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, রাতের অন্ধকারে প্রায়শই সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি দেখা যায়। ফলে এবারের ঘটনাকে ঘিরে সীমান্তরক্ষার প্রশ্ন আবারও সামনে এসেছে। অন্যদিকে, ঘটনার পর ওই অঞ্চলে অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। সীমান্তে নজরদারি আরও কঠোর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে।