আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্ডিগো–র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দ্রুত বিকল্প পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিমানবন্দর ও স্টেশন উভয়ক্ষেত্রেই। এমন অবস্থায় যাত্রীদের স্বস্তি দিতে ও চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ–পূর্ব রেল। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নির্বিঘ্নে যাত্রার সুযোগ করে দিতে রেল কর্তৃপক্ষ ঘোষণা করল একাধিক স্পেশাল ট্রেন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ইয়েলাহাঙ্কা, মুম্বই ও হায়দরাবাদগামী বিশেষ ট্রেন চলবে নির্দিষ্ট দিনে। সংশ্লিষ্ট রুটে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ–পূর্ব রেল।


তিন রুটে বিশেষ ট্রেন: 


১:‌ সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশাল (০৮০৭৩/০৮০৭৪)। সাঁতরাগাছি থেকে ছাড়বে ৭ ডিসেম্বর দুপুর ২.‌৪৫ মিনিটে। পৌঁছবে তৃতীয় দিন রাত ১২.‌৫৫ মিনিটে। 

০৮০৭৪ ইয়েলাহাঙ্কা থেকে ছাড়বে ৯ ডিসেম্বর ভোর ৪.‌৪৫ মিনিটে। পৌঁছবে পরের দিন দুপুর দুটোয়। স্টপেজ থাকবে খড়গপুর, বালেশ্বর


২:‌ হাওড়া–সিএসএমটি মুম্বই–হাওড়া স্পেশাল (০২৮৭০/০২৮৬৯)। হাওড়া থেকে ছাড়বে ৬ ডিসেম্বর দুপুর ১.‌৫৫ মিনিটে। পৌঁছবে পরের দিন রাত ১১.‌৪৫ মিনিটে। 

০২৮৬৯ মুম্বই থেকে ছাড়বে ৮ ডিসেম্বর সকাল ১১.‌৫ মিনিটে। পৌঁছবে পরের দিন রাত ৮.‌৫৫ মিনিটে। স্টপেজ ‌থাকবে খড়গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝাড়সুগুড়া


৩:‌ চেরলাপল্লি–শালিমার–চেরলাপল্লি স্পেশাল (০৭১৪৮/০৭১৪৯)। চেরলাপল্লি থেকে ছাড়বে ৬ ডিসেম্বর রাত ৯.‌৩৫ মিনিটে। পৌঁছবে পরের দিন রাত ১১.‌৫০ মিনিটে। 

০৭১৪৯ শালিমার থেকে ছাড়বে ৮ ডিসেম্বর দুপুর ১২.‌১০ মিনিটে। পৌঁছবে পরের দিন বিকেল ৪ টেয়। স্টপেজ থাকবে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর।


হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় যে যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে পড়েছিলেন, তাঁদের জন্য রেলের এই উদ্যোগ বড় স্বস্তি এনে দিয়েছে। দীর্ঘ দূরত্বের রুটে দ্রুত বিকল্প ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আরও স্পেশাল ট্রেন চালানোর বিষয়টিও বিবেচনা করা হবে।