আজকাল ওয়েবডেস্ক:‌ ডিসেম্বরের সকাল মানেই ঘন কুয়াশা। সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা। চলতি বছর ডিসেম্বর মাস পড়ে গেলেও ঠান্ডা সেভাবে অনুভব হয়নি।  তবে শনিবারের চিত্র একেবারেই আলাদা। সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভব এবং ঘন কুয়াশার চাদরে ঢাকল উত্তরবঙ্গ। শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকাগুলিতেও ঠান্ডার প্রভাব জাঁকিয়ে পড়েছে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে একাধিক এলাকা। অনেকেরই পছন্দের ঋতু শীতকাল। আর তাই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা আহ্লাদে আটখানা। উইকেন্ডে অনেকেই ঘোরাঘুরি বা পিকনিকের পরিকল্পনা করেছেন। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে,  দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পংয়েরও উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং–সহ সমস্ত জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।


সোমবার আবার হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়।