মিল্টন সেন, হুগলি, ২০ আগস্ট: পাড়ায় সমাধান কেমন হচ্ছে। তা দেখতে বুধবার উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরীতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের কাজ কেমন হচ্ছে তা দেখতে আসেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শিবিরে পৌঁছে শুরুতেই তিনি সরকারি কর্মীদের সঙ্গে একপ্রস্থ কথা বলেন। কাজ করতে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা জেনে নেন। বেশ কিছুক্ষণ ক্যাম্পে আসা মানুষের সঙ্গেও কথা বলেন। বুধবার মন্ত্রী বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ রাজ্যের প্রতিটি বুথে মানুষের সমস্যা ও চাহিদা শুনে তার সমাধান করছে। এই প্রকল্প গোটা দেশ তথা ভারতবর্ষের মধ্যে একটা অভিনব উদ্যোগ। এটা দেখে হয়তো আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার শিখবে। যেমন ভাবে আগে এই রাজ্যের বিভিন্ন প্রকল্প দেখে তারা শিখেছে। এই প্রকল্প ভীষণভাবে মানুষের উপকারে লাগছে। কারণ মানুষ ক্যাম্পে এসে তৃণমূল স্তরের যে সমস্যা রয়েছে, সেগুলো তুলে ধরছেন। এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধান হচ্ছে। মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ছিল। এখনও আছে। আগামী দিনেও থাকবে। এখানে কোনও চমকের দরকার নেই। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তাই পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করার দরকার পড়ে না। সারা বছরই যেহেতু আমরা মানুষের পাশে থাকি, তাই আমাদের চমক দেওয়ারও দরকার পড়ে না।’
এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত থাকলেও দেখা মেলেনি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের।
আরও পড়ুন: ছিটকে এল গরম বর্জ্য, একসঙ্গে ঝলসে গেলেন ছয় শ্রমিক, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরের কারখানায়
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ২ আগস্ট থেকেই পাড়ায় পাড়ায় শুরু হয়েছে এই কর্মসূচি। হুগলি জেলাতেও ওইদিন থেকেই শিবির শুরু হয়। ২ আগস্ট কর্মসূচি শুরু হওয়ার পর পোলবা দাদপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের কাজ দেখতে এসেছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এবং পোলবার বিডিও জয়দীশ চন্দ্র বাড়ুই। বিডিও জানিয়ে গিয়েছিলেন, ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্পের কাজ। একই সঙ্গে চলবে দুয়ারে সরকারও।
 
 এটা ঘটনা, রাজ্য সরকারের তরফে প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। স্থানীয় মানুষদের ছোটখাটো যে সমস্যা রয়েছে সেগুলির সমাধান করা হবে। জল নিকাশি থেকে শুরু করে আলো, সবই এই প্রকল্পের মাধ্যমে হবে। 
আরও পড়ুন: কল্যাণী এইমসেই হল মৃত নার্সের ময়নাতদন্ত, চাঞ্চল্যকর তথ্য উঠে এল রিপোর্টে...
 
 প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’–এর মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে তাঁদের বসতি এলাকায় যেই যেই সমস্যাগুলির তাঁরা মুখোমুখি হচ্ছেন সেই সমস্ত সমস্যার সমাধানে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। শিবিরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
ছবি: পার্থ রাহা
