আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ আগুনে ভষ্মীভূত বিয়েবাড়ির মণ্ডপ। হাওড়ার ফরশো রোডের ঘটনা।
রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া হাউজের বিয়েবাড়ির প্যান্ডেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বিয়েবাড়ির পাশেই বইছে গঙ্গা। তার জোরালো হাওয়ায় গোটা প্যান্ডেল আগুনের গ্রাসে চলে যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরে দমকলের আরও একটি ইঞ্জিনকে পাঠানো হয়। কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ঘটেছে বিপত্তি। যখন আগুন লাগে, সেই সময়ে সেখানে কেউ উপস্থিত ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
হঠাৎই প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন ভবনের কর্মীরা। কিছুক্ষণের মধ্যে গঙ্গার হাওয়ায় গোটা প্যান্ডেলে আগুন ধরে যায়। অকুস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ চলছে। দমকলের তরফে জানানো হয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় এই বিপত্তি।
২২ নভেম্বর হাওড়া ভবনে বিয়ের অনুষ্ঠান। বাঁধা হচ্ছিল মণ্ডপ।আগুনের গ্রাসে প্রায় সবটাই চলে যাওয়ায় চিন্তিত সংশ্নিষ্ট পরিবার।
