আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড। কালীপুজোর পরের দিনই। জানা গেছে খড়দহের একটি রঙের কারখানায় আগুন লাগে। উত্তর ২৪ পরগনার খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই কারখানা থেকে আচমকাই দাউদাউ করে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের অন্তত পাঁচটি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
 
 মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আগুন যেভাবে ছড়িয়ে পড়ে, তাতে আতঙ্ক আরও বৃদ্ধি পায় এলাকাবাসীদের। গোটা এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিক ভাবে অনুমান কারখানার ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
 
 শেষ খবর পাওয়া অবধি রঙের কারখানার ওই আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। প্রয়োজনে দমকলের আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, জানা গেছে আগুন ছড়িয়ে পড়েছে পাশের গেঞ্জি কারখানাতেও। অন্যদিকে রঙের কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাঁচিল ভেঙে কারখানার ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে যান বারাকপুরের সিপি। কারখানার ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কিনা তা জানা যায়নি।
