আজকাল ওয়েবডেস্ক: পর্যটকদের জন্য বড় সুখবর। নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে একাধিক নতুন অতিথি, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রতি বছরই বেঙ্গল সাফারি পার্কে থাকে নতুন চমক। গত বছর সিংহ, লেঙ্গুর, চশমা বানর-সহ একাধিক বন্যপ্রাণ নিয়ে আসা হয়েছিল। ২০২৬ সালেও তার ব্যতিক্রম হচ্ছে না।

 

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরে বেঙ্গল সাফারি পার্কে জলহস্তী, জিরাফ-সহ আরও একাধিক বন্যপ্রাণ আনার পরিকল্পনা রয়েছে। বাঘের পর সিংহের সফল প্রজননের পর সাফারি পার্কের ধারণক্ষমতা নিয়ে যথেষ্ট সুনিশ্চিত বনদপ্তর। বর্তমানে পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪-তে এবং সিংহের সংখ্যা পাঁচ।


নতুন বছরে পর্যটকদের জন্য সিংহকে উন্মুক্ত স্থানে ছাড়ার ভাবনাও নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটনের আকর্ষণ বাড়াতে ফের চালু হতে পারে হাতি সাফারি। উল্লেখ্য, একসময় হাতি সাফারি চালু থাকলেও একটি হাতির মৃত্যুর পর দ্বিতীয় হাতিটিকে ফেরত পাঠানো হয় এবং এরপর থেকেই হাতি সাফারি এখানে বন্ধ ছিল। এবার সেই পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা বিজয় কুমার বলেন, “নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে নতুন অতিথিরা আসতে চলেছে। জলহস্তী, জিরাফ-সহ আরও একাধিক প্রাণী আনার পরিকল্পনা রয়েছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে হাতি সাফারি এবং নতুন বছর থেকেই সিংহ সাফারি চালুর দিকেও আমরা এগোচ্ছি।”

 

&t=1392s
সব মিলিয়ে নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে বলেই মত সাফারি পার্ক কর্তৃপক্ষের।