আজকাল ওয়েবডেস্ক: যাত্রীবাহী একটি চারচাকা গাড়ির উপর হঠাৎই উপড়ে পড়ল ইলেকট্রিকের খুঁটি। গুরুতর আহত গাড়ির যাত্রীরা। ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের কাকদ্বীপ বিডিও অফিসের কাছে রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে হল তা?
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি কাকদ্বীপ থেকে নিশ্চিন্তপুর এলাকার দিকে আসছিল। সেই সময় একটি ইমারতীর দ্রব্যসামগ্রিক বহনকারী একটি লরি হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। বিপত্তি সেখানেই। ল্রির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইলেকট্রিকের পোস্ট। যাত্রী নিয়ে চারচাকা ছাড়াও সেই সময় ওই রাস্তা দিয়ে একটি যাত্রীবাহী টোটো যাচ্ছিল।
ইলেকট্রিকের পোস্ট ভেঙে পড়ার কারণে টোটোতে থাকা যাত্রীরাও গুরুতর আহত হন। এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের কাকদ্বীপ বিডিও অফিসের কাছে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আহত যাত্রীদের কে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
