আজকাল ওয়েবডেস্ক : সাগরে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে একটি বাস। বাসের যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে গঙ্গাসাগর থেকে দুটি বাস যাত্রী নিয়ে কচুবেড়িয়ার দিকে আসছিল।
পাখিরালার মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাছে পিছনে থাকা বাসটি হঠাৎ সামনের বাসটিকে ওভারটেক করতে যায়। তখনই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৪ জন আহত হয়েছেন। বাসের রেষারেষির জেরে এই ঘটনা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
