আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের মুরারই থানার চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেখানকার হোমিওপ্যাথি চিকিৎসক চয়ন মুখার্জিকে।

 

 নার্সের অভিযোগ অনুযায়ী, ওই চিকিৎসক হাসপাতালে তাঁর উপর জোর করে শারীরিক নির্যাতন চালিয়েছেন। এই ঘটনায় রামপুরহাট থানায় ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করে। পরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তার বাড়ি থেকে অভিযুক্ত চয়ন মুখার্জিকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, চয়ন মুখার্জি একজন সম্মানিত চিকিৎসক এবং তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে কাজ করছেন এবং এরকম কোনো অপকর্মের সাথে তার জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

 

অন্যদিকে, অভিযোগকারী নার্স তার অবস্থানে অনড় রয়েছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রামপুরহাট থানার তরফ থেকে জানানো হয়েছে।

 

ঘটনার গুরুত্ব বিবেচনা করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানা গিয়েছে। হাসপাতালের অন্যান্য কর্মী এবং স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। নার্সের নিরাপত্তার বিষয়েও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।